কয়েক মাস ধরেই বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের সঙ্গে বাগদানের গুঞ্জন উঠেছে দক্ষিণী অভিনেতা প্রভাসের। যদিও সেটাকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন প্রভাস। তবে এই অভিনেতার একটি গুণে মুগ্ধ হয়েছেন আরেক অভিনেত্রী তামান্না ভাটিয়া। ব্যক্তিগত জীবনে তিনি নাকি রাজকীয়ভাবেই আপ্যায়ন করেন অতিথিদের। সহ-অভিনেতা প্রভাসের এই আতিথেয়তায় মুগ্ধ তামান্না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রভাস কতটা অতিথিপরায়ণ এবং আন্তরিক, তা নিয়ে কথা বললেন এই অভিনেত্রী। তিনি বলেছেন, ‘প্রভাসের আতিথেয়তা সর্বজনীন। সে মানুষকে ঠিক বুঝিয়ে দেয় যে তার কাছে তারা কতটা গুরুত্বপূর্ণ। তার এই আকর্ষণীয় ব্যক্তিত্বে মুগ্ধ আমি। আমার কাছে সত্যিকারের সম্রাটের সঠিক উদাহরণ প্রভাস।’
বেশির ভাগ সময় খাওয়াদাওয়া নিয়ে তাদের কথা হতো বলে জানান এই অভিনেত্রী। কখনো কখনো প্রভাস বাড়ি থেকেও খাবার রান্না করে আনতেন শুটিংয়ের সেটে। প্রভাসের এই আতিথেয়তা এবং নম্রতায় মুগ্ধ থাকত পুরো সেট।
‘বাহুবলী’ সিনেমায় দ্বিতীয় অংশে প্রভাসের বিপরীতে ছিলেন তামান্না। তাদের জুটি দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছিল। সেখান থেকেই প্রভাসের সঙ্গে ভালো বন্ধুত্ব তৈরি হয় তামান্নার। এর আগে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন ভালো স্ক্রিপ্ট ও গল্প হলে আবারও প্রভাসের সঙ্গে জুটি বাঁধবেন এই অভিনেত্রী। তবে আপাতত প্রভাসের এই গুণেই মুগ্ধ তিনি।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা