আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ২৩:৪৯
ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন
প্রতিবেদক, দৈনিক বাংলা

ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন

ব্যারিস্টার নাজমুল হুদা। ফাইল ছবি

সাবেক বিএনপি নেতা ও সম্প্রতি নির্বাচন কমিশনে নিবন্ধন পাওয়া তৃণমূল বিএনপির প্রধান ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিএনপি সরকারের এক মেয়াদে তথ্য মন্ত্রণালয় এবং আরেক মেয়াদে যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি।

রোববার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতারে শেষনিশ্বাস ত্যাগ করেন নাজমুল হুদা। তার স্ত্রী সিগমা হুদা মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।

নাজমুল হুদা দীর্ঘ দিন ধরে বার্ধক্যসহ নানা শারীরিক জটিলতায় আক্রান্ত ছিলেন।

১৯৭৭ সালে জিয়াউর রহমান জাগো দল গঠন করলে নাজমুল হুদা সেই দলে যোগ দেন। পরে ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠিত হলে তার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। দলের সর্বকনিষ্ঠ স্থায়ী কমিটির সদস্যও নির্বাচিত হন। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পান। পরে ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তিনি যোগাযোগমন্ত্রী ছিলেন।

ওয়ান-ইলেভেনের পর তত্ত্বাবধায়ক সরকারের আসলে নাজমুল হুদার নামে দুর্নীতির তিনটি মামলা হয়েছিল। ওই সময় থেকেই বিএনপির সঙ্গে সম্পর্কের অবনতি হয় তার। ২০১০ সালে বিএনপি থেকে বহিষ্কার করা হয় তাকে। ওই সময় তিনি দলের ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১১ সালের ৫ এপ্রিল তার দলের সদস্যপদ ফিরিয়েও দেয়া হয়। তবে ২০১২ সালে ৬ জুন তিনি বিএনপি থেকে পদত্যাগ করেন। ওই সময় তিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) নামে নতুন দল গঠন করেন।

নিজের গঠন করা সেই দল বিএনএফ থেকেও বহিষ্কার করা হয় নাজমুল হুদাকে। পরে বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) এবং বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে নামে দুটি নতুন রাজনৈতিক দল গঠন করেন সাবেক এই বিএনপি নেতা। সেখানে ব্যর্থ হয়ে ২০১৫ সালে খোলেন নতুন দল তৃণমূল বিএনপি। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে আবেদন করেও নিবন্ধন পায়নি তার দল। শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়ে গত ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে নিবন্ধিত হয় তৃণমূল বিএনপি।