রাজধানীর গুলশানে অগ্নিকাণ্ডকবলিত ভবনটি তল্লাশি শেষে বেরিয়ে গেছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। কী কারণে আগুন লেগেছে তা স্পষ্ট জানা না গেলেও ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুন ধরেছে।
গুলশান-২ এলাকার ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনটির সপ্তম তলায় রোববার সন্ধ্যায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রাত ১১টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আনে বাহিনীর ১৯টি ইউনিট।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন তখন ব্রিফিংয়ে বলেন, ‘আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। আমরা ২২ জনকে উদ্ধার করেছি। আনোয়ার হোসেন নামের এক বাবুর্চির মৃত্যু হয়েছে। তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।’
অবশ্য ভোরেও ভবনটি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সোমবার বেলা ১১টার দিকে ঘটনাস্থলে দেখা যায়, উৎসুক জনতার ভিড়। ভবনের আশপাশে সংবাদকর্মীদেরও ভিড়তে দেয়া হচ্ছিল না। ভেতরে তল্লাশিসহ বিভিন্ন বিষয় দেখছিলেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
মিনিট দশেক পরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনটি থেকে বেরিয়ে যান। সবশেষ কোনো আপডেট আছে কি না, জানতে চাইলে ফায়ার সার্ভিসের কর্মীরা বলেন, রাতে যে তথ্য জানানো হয়েছে সেটিই সর্বশেষ আপডেট। এখন পর্যন্ত নতুন কোনো তথ্য নেই।
নাম প্রকাশ না করে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, বিদ্যুতের লাইন যাওয়ার ডাক্টে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তবে তদন্তের পর আসল কারণ বলা যাবে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা