বরিশালে ঐতিহ্য, সংগ্রাম ও গৌরবের মূলমন্ত্রকে ধারণ করে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
সংগঠনটির বরিশাল মহানগর শাখার আয়োজনে গতকাল সোমবার সকাল ১০টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এরপর নগরীর বরিশাল জিলা স্কুল, আলেকান্দা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও টাউন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে শিশু সমাবেশ ও আলোচনা সভার মাধ্যমে দিনটি উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের সব শিক্ষক ও শিক্ষার্থীসহ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সৈয়দা হাজেরা মমতাজ মিতু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রাসেল, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ আবিদ ও রাহাত আকনসহ মহানগর শাখার অন্য নেতারা।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা