রাজধানীর ডেমরায় স্টিল মিলে শরীরে গরম রড ঢুকে আলম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হলে চিকিৎসাধীন রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কারখানাটির সুপার ভাইজার জাহাঙ্গীর আলম জানান, ডেমরা বাঁশেরপুল একটি রোলিং স্টিল মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন আলম। বিকেলে কাজ করার সময় অসাবধানতাবশত গরম রডের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সেই রড তার বুকে ঢুকে যায়। তার সহকর্মীরা সেই রড কেটে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় রাতে সেখানে তার মৃত্যু হয়।
মৃত আলমের ভগ্নিপতী ও সহকর্মী মো. জুলহাস জানান, নেত্রকোনা সদর উপজেলার শিমুলজানি গ্রামের ভুট্টু মিয়ার ছেলে আলম। বর্তমানে ওই কারখানাতেই থাকতেন। ৪-৫ বছর যাবত সেখানে কাজ করে আসছিলেন।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা