আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ১৩:০৭
অপশক্তি দমন করে সমৃদ্ধ দেশ গড়তে হবে: খাদ্যমন্ত্রী
প্রতিনিধি, নওগাঁ

অপশক্তি দমন করে সমৃদ্ধ দেশ গড়তে হবে: খাদ্যমন্ত্রী

নওগাঁ শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি: দৈনিক বাংলা

সব অপশক্তিকে দমন করে সুখি-সমৃদ্ধ দেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য সব অপশক্তিকে দমন করে বাংলাদেশকে সুখি-সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে হবে।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে নওগাঁ শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি সালাম, বরকত, রফিকের বুকের তাজা রক্ত ঢেলে দেয়ার মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধিকার আন্দোলন এবং স্বাধীনতা আন্দোলনের বীজ বপণ হয়েছিল। সে ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তির সংগ্রাম এবং সর্বশেষ মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৬ ডিসেম্বর বিজয় অর্জন হয়েছিল।

মন্ত্রী বলেন, আজকের এই দিনে আমাদের বাঙালি জাতিকে শপথ নিয়ে ফিরে যেতে হবে সেই শিকড়ের সন্ধানে। তাহলেই স্বাধীনতার চেতনাকে আমরা বুকে ধারণ করতে পারবো।

এসময় মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে একে একে জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা ইউনিটসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।