দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছির ঘুস কেলেঙ্কারির মামলায় আবারও জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। আজ বুধবার আবেদনের শুনানি হতে পারে বরে জানিয়েছেন আবেদনকারী আইনজীবী ফারুখ আলমগীর চৌধুরী।
আবেদনটি বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চের তালিকায় রয়েছে।
আইনজীবী ফারুখ আলমগীর চৌধুরী বলেন, জামিন চেয়ে আবেদন করেছি। আজকে শুনানি হতে পারে।
গত ২৩ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ বাছিরকে জামিন দিলেও পরে সেটি বাতিল করে দেয়। চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি খন্দকার এনামুল বাছিরকে আট বছর ও পুলিশের বরখাস্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে তিন বছরের করাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম।
এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে জামিন আবেদন করেন এনামুল বাছির। অন্যদিকে তার সাজা বাড়াতে হাইকোর্টে আবেদন করে দুদক। দুদকের আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে।
২০১৯ সালের ২২ জুলাই দুদকের পরিচালক ফানাফিল্লাহর নেতৃত্বে দুদকের একটি দল মিরপুরের দারুস সালাম এলাকা থেকে এনামুল বাছিরকে গ্রেপ্তার করে। পরের দিন জামিনের আবেদন নাকচ করে ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
ওই বছরের ১৬ জুলাই ৪০ লাখ টাকার ঘুস কেলেঙ্কোরির অভিযোগে পুলিশের বরখাস্ত ডিআইজি মিজানুর রহমান ও দুদকের পরিচালক এনামুল বাছিরের নামে মামলা করে দুদক। এরপর দুদক তাকে সাময়িকভাবে বরখাস্ত করে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা