ভাষা দিবসের অনুষ্ঠানের ব্যানার সরাতে চাপ প্রয়োগ করার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের কর্মীরা বলছেন, ব্যানারে ‘একুশের উচ্চারণ দূর হ দুঃশাসন’ লেখা থাকায় ব্যানার সরিয়ে ফেলতে চাপ দেন ওসি।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে প্রতিবছরের মতো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মঙ্গলবার বিকেলে। অনুষ্ঠান শুরুর আগেই ওসি এ ব্যানার সরাতে চাপ দেন জোটের নেতা-কর্মীদের।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায় বলেন, অনুষ্ঠান শুরুর আগে সদর থানার ওসি এসে ব্যানার সরিয়ে ফেলতে বলেন। কারণ জানতে চাইলে তিনি বলেন, ব্যানারে ‘একুশের উচ্চারণ দূর হ দুঃশাসন’ লেখা থাকায় এটি সরাতে হবে। পরে আমরা কালো কাপড় দিয়ে ব্যানারের একটি অংশ ঢেকে দিয়েছি।
ভবানী শংকর রায় বলেন, ‘মতপ্রকাশের ওপর আক্রমণ এটি। দুঃশাসন যদি অপছন্দ হয় সেটি কার? যে দুঃশাসন করে, তার। এটি তো আমাদের বিভিন্ন সংগ্রামের স্লোগান। এটি ওসির এত বড় করে দেখার বিষয় কি না, আমরা জানি না।’
সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন মাহমুদ বলেন, ‘বেলা ৩টার কিছু আগে সদর থানার ওসি কেন্দ্রীয় শহীদ মিনারে এসে আমাকে ডেকে বলেন ব্যানার সরাতে। ততক্ষণে অনুষ্ঠানে শিশুরা উপস্থিত হয়ে গেছে। আমরা তার এই আচরণের প্রতিবাদে জানিয়ে কালো কাপড়ে ব্যানার ঢেকে অনুষ্ঠান করেছি।’
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান নিজেও বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ‘ব্যানারে দুঃশাসন লেখা থাকায় সেটি পরিবর্তন করতে বলা হয়েছে।’ ‘ঊর্ধ্বতন কর্মকর্তার’ নির্দেশে তিনি ব্যানার সরাতে বলেছেন জানালেও এর জন্য চাপ প্রয়োগ করেননি বলে দাবি করেন।
জানতে চাইলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমির খসরু বলেন, ‘এমন ঘটনা আমার জানা নেই।’ পরে পুলিশ সুপারের মোবাইল নম্বরে কল দেয়া হলে তিনি রিসিভ করেননি।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা