আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ২১:৪৪
মাদক মামলায় দণ্ডিত আসামি গ্রেপ্তার
প্রতিবেদক, দৈনিক বাংলা

মাদক মামলায় দণ্ডিত আসামি গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মতিউর রহমান। ছবি: দৈনিক বাংলা

রাজধানীর মোহাম্মদপুর থানার একটি মাদক মালায় ১৫ বছরের সশ্রম সাজাপ্রাপ্ত আসামি মো. মতিউর রহমান ওরফে মতিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে বছিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-২ এর জ্যৈষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. ফজলুল হক বুধবার বিকেলে দৈনিক বাংলাকে এ তথ্য জানিয়েছেন।

ফজলুল হক জানান, গ্রেপ্তার মতিউর রহমান ২০১২ সালের ২০ অক্টোবর বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। ওই মামলায় ১০ মাস জেল হাজতে থাকার পর জামিনে বের হন তিনি। জামিনে বের হয়ে আত্মগোপন করেন আসামি। মামলাটির বিচার শেষে আদালত তাকে ১৫ বছর সশ্রম করাদণ্ডসহ ৩ লাখ টাকা অর্থদণ্ডের সাজা দেন।

আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার এড়াতে তিনি ঢাকার বিভিন্ন এলাকায় পরিচয় গোপন করে অবস্থান করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান র‌্যাব কর্মকর্তা ফজলুল হক।