আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১৭:৪৫
দ. আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
কূটনৈতিক প্রতিবেদক ও প্রতিনিধি, ফেনী

দ. আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বিউফোর্ট ওয়েস্টের সড়কে ঘটেছে এ দুর্ঘটনা। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওয়েস্টার্ন কেপ প্রদেশে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। মারাত্মক আহত হয়েছেন দুজন।

শুক্রবার সকালে প্রদেশের বিউফোর্ট ওয়েস্ট শহরে এ দুর্ঘটনা ঘটে। শহরটি দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়া থেকে কেপটাউনের দিকে যেতে এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত।

নিহত পাঁচজনেরই বাড়ি ফেনী জেলায়। ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর পেয়েছেন বলে দৈনিক বাংলাকে জানিয়েছেন।

এরা হলেন ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলি গ্রামের ইসমাইল হোসেন, দাগনভূঁইয়া উপজেলার দক্ষিণ নেয়াজপুর গ্রামের রাজু আহমেদ, একই উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের মমারিজপুর গ্রামের মো. মোস্তফা এবং সোনাগাজী উপজেলার চর মজলিশপুর গ্রামের আবুল হোসেন ও নাদিম হোসেন।

নিহত ইসমাইল হোসেনের বাবা শরীয়ত উল্লাহ বলেন, ‘আমার ছেলে ইসমাইল হোসেন ১১ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় আছে। সে অবিবাহিত। দুই মাস পর দেশে এলে তাকে বিয়ে করানোর কথা ছিল।’

ছেলেকে হারিয়ে শোকাহত শরীয়ত উল্লাহ দ্রুত মরদেহ দেশে আনার আকুতি জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা অনুবিভাগ) মো. তারিকুল ইসলাম দৈনিক বাংলাকে বলেন, দক্ষিণ আফ্রিকায় থাকা বাংলাদেশ দূতাবাসসহ সংশ্লিষ্ট মাধ্যমে দুর্ঘটনার বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা চলছে।

মহাদেশ আফ্রিকা দারিদ্র্যের সঙ্গে লড়াই করলেও অঞ্চলটিতে তুলনামূলক ধনী রাষ্ট্র প্রাকৃতিক সম্পদের দেশ দক্ষিণ আফ্রিকা। সেখানে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মরত আছেন। বিভিন্ন কোম্পানিতে চাকরির পাশাপাশি অনেকে সেখানে ব্যবসা-বাণিজ্যে জড়িত।