আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:২১
মা প্যালিয়াটিভ কেয়ারে, ভারতে ফেরা হচ্ছে না কামিন্সের
ক্রীড়া ডেস্ক

মা প্যালিয়াটিভ কেয়ারে, ভারতে ফেরা হচ্ছে না কামিন্সের

কামিন্স। ফাইল ছবি

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পরই দেশে ফিরেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তখন বলা হয়েছিল, ১ মার্চ সিরিজের তৃতীয় টেস্টের আগেই ফিরবেন তিনি। কিন্তু পারিবারিক কারণে দেশা ফেরা কামিন্সের ইন্দোর টেস্ট খেলা হচ্ছে না।

প্রাথমিকভাবে গোপনীয়তার স্বার্থে পারিবারিক কারণ বলা হয়েছিল। তবে আজ বিবৃতিতে জানা গেছে, মা গুরুতর অসুস্থ বলেই দেশে ফিরেছেন কামিন্স। তার অবস্থার অবনতি হওয়ায় ভারতে ফেরার পরিকল্পনা বাতিল করে সিডনিতেই থাকছেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার।

আজ এক বিবৃতিতে কামিন্স জানিয়েছে, ‘আমি আপাতত ভারতে ফিরছি না কারণ, আমার অসুস্থ এবং প্যালিয়াটিভ কেয়ারে আছেন। আমার মনে হচ্ছে এখন পরিবারের সঙ্গে থাকাটাই সবচেয়ে ভালো। অভাবনীয় সমর্থন দেয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়া ও আমার সতীর্থদের কাছে কৃতজ্ঞ। পরিস্থিতি বুঝতে পারায় ধন্যবাদ।’

কামিন্সের অনুপস্থিতিতে স্টিভ স্মিথ অধিনায়কের ভূমিকায় থাকবেন ইন্দোরে।

প্যালিয়াটিভ কেয়ার কী

দীর্ঘদিন ধরে ভোগা রোগীর ক্ষেত্রে তাকে সুস্থ করার সব চেষ্টা যখন ব্যর্থ হয় তখন যন্ত্রণা থেকে সাময়িক আরাম দেয়াটাই মূল উদ্দেশ্য হয়ে ওঠে। রোগীর যখন যে সমস্যা বোধ হয়, তাৎক্ষণিকভাবে শুধু সে সমস্যার সমাধানেই নজর দেয়া হয়। সে সঙ্গে রোগীর পরিবারকে মানসিকভাবে ভরসা দেয়াও এই চিকিৎসা পদ্ধতিত অংশ।