আপডেট : ২৩ মে, ২০২২ ১৬:৩৭
এশিয়ার ১২ দেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন জোট
জাপান সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২টি দেশ নিয়ে নতুন বাণিজ্য চুক্তি করার পরিকল্পনা করেছেন। জাপান সফরের সময় সোমবার তিনি এই পরিকল্পনার কথা ঘোষণা করেন।
ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক (আইপিইএফ) নামের এই চুক্তির আওতায় জোটের ১৩ সদস্য জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সরবরাহ ব্যবস্থা্, ডিজিটাল বাণিজ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করবে। তবে বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের জোট গঠনের পরিকল্পনা মূলত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাব কমানোর চেষ্টার অংশ।
যুক্তরাষ্ট্রের নতুন এই বাণিজ্য জোটে থাকছে জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, থাইল্যান্ড ও ব্রুনেই। এই দেশগুলোর মোট অর্থনীতি বৈশ্বিক অর্থনীতির ৪০ শতাংশ।
টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে সাক্ষাতের পর এক অনুষ্ঠানে জোট গঠনের পরিকল্পনাটি প্রকাশ করেন বাইডেন। এ সময় তিনি বলেন, ‘একুশ শতকের অর্থনীতির ভবিষ্যৎ রচিত হবে আমাদের এই এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। আমরা নতুন নিয়মের প্রচলন ঘটাচ্ছি।’
চুক্তির আওতায় সদস্য রাষ্ট্রগুলো ডিজিটাল অর্থনীতি, সরবরাহ ব্যবস্থা, পরিচ্ছন্ন জ্বালানি অবকাঠামো ও দুর্নীতি দমনে কাজ করবে। তবে এই চুক্তির আওতায় সদস্য রাষ্ট্রগুলো পরস্পরের বাজারে শুল্কমুক্ত কিংবা অপেক্ষাকৃত কম শুল্কে প্রবেশাধিকার পাবে না।
এর আগেও যুক্তরাষ্ট্র এমন অংশীদারত্বের উদ্যোগ নিয়েছিল। ২০১৫ সালের খসড়া ওই চুক্তির নাম দেওয়া হয়েছিল ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি)। তবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে ওই চুক্তি থেকে নিজের দেশকে প্রত্যাহার করেন। সঙ্গে সঙ্গে জোট গড়ার উদ্যোগ ব্যর্থ হয়।
এক যৌথ বিবৃতিতে নতুন জোটের সদস্য রাষ্ট্রগুলো বলেছে, এই চুক্তি করোনাভাইরাসের মহামারি ও ইউক্রেনে রাশিয়ার হামলার প্রেক্ষাপটে সামগ্রিকভাবে সদস্য রাষ্ট্রগুলোর অর্থনীতিকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে।
তাইওয়ানও এই জোটে যোগ দিতে চেয়েছিল। তবে বাইডেনের পাঁচদিনের এশিয়া সফর শুরুর আগেই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, তাইওয়ান এই জোটে থাকছে না। তাইওয়ানকে জোটে নেওয়ার অর্থ চীনকে ক্ষুব্ধ করা।
ভারপ্রাপ্ত সম্পাদক:
নূরুল ইসলাম মনি
দৈনিক বাংলা লিমিটেড কর্তৃক প্রকাশিত
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা