আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ২২:৪৮
দক্ষ প্রজন্মের সম্ভাবনা উদযাপনে গ্রামীণফোনের অ্যাকাডেমি নাইট
দৈনিক বাংলা ডেস্ক

দক্ষ প্রজন্মের সম্ভাবনা উদযাপনে গ্রামীণফোনের অ্যাকাডেমি নাইট

গ্রামীণফোন অ্যাকাডেমি নাইটে আমন্ত্রিত অতিথিরা। ছবি: দৈনিক বাংলা

‘গ্রামীণফোন অ্যাকাডেমির উদ্যোগে গ্রামীণফোন অ্যাকাডেমি- সিসকো নেটওয়ার্ক অ্যাকাডেমি ফোরআইআর লার্নিং চ্যালেঞ্জ’ প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে রাজধানীর বসুন্ধরার জিপিহাউসে অনুষ্ঠিত হয়েছে ‘গ্রামীণফোন অ্যাকাডেমি নাইট’। রোববার গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত বছর দেশের ৯টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টাউন হল এবং ফোরআইআর (চতুর্থ শিল্প বিপ্লব) লার্নিংয়ের আওতায় সাইবার-সিকিউরিটি, আইওটি (ইন্টারনেট অব থিংক) এবং পাইথনের ওপর কোর্স নিয়ে প্রতিযোগিতার আয়োজন করে উন্মুক্ত অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম গ্রামীণফোন অ্যাকাডেমি। নারীদের জন্য পৃথক প্রতিযোগিতার আয়োজন করে সংস্থাটি।

প্রতিযোগিতায় আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; ইসলামী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ; ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি; ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; ব্র্যাক ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও শরীয়তপুর -৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসির ভাইস-চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান এবং প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দ তানভির হোসেন ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার এবং জ্যেষ্ঠ অনুষদ সদস্যরা।

অনুষ্ঠানে নাহিম রাজ্জাক বলেন, ‘তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং ক্ষমতায়নে গ্রামীণফোন অ্যাকাডেমির এটি উদ্ভাবনী এবং অনন্য উদ্যোগ। এমন উদ্যোগে অনুপ্রাণিত হয়ে এই ইকোসিস্টেমে সম্পৃক্ত অন্যান্য অংশীজন ও প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ গড়তে এমন আরও নতুন উদ্যোগ গ্রহণ করবে।’

মহিউদ্দিন আহমেদ বলেন, ‘প্রতিযোগিতায় বিজয়ীদের আন্তরিকভাবে অভিনন্দন জানাই। শিক্ষার্থীদের নতুন কিছু শেখার এবং দেশে স্কিল-গ্যাপ দূর করার লক্ষ্যে হাতে-কলমে সমাধানের সুযোগ তৈরি করার জন্য গ্রামীণফোন অ্যাকাডেমিকেও ধন্যবাদ জানাচ্ছি।’

ইয়াসির আজমান বলেন, ‘আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অনলাইনে নিরাপদ রাখতে গ্রামীণফোন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তরুণদের ক্ষমতায়নে প্রয়োজনীয় দক্ষতায় দক্ষ করে তুলতে এবং ‘স্মার্ট বাংলাদেশ অর্জনে’ কাজ করে যাচ্ছি। তরুণদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তুলতে নিজেদের অবস্থান থেকে কাজ করতে হবে।’