নড়াইলের কালিয়ায় আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে একটি মুরগির খামার। এতে খামারের ঘরসহ ১ হাজার ২০০ মুরগি পুড়ে মারা গেছে। রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বি-পাটনা গ্রামে এ ঘটনা ঘটে।
খামারের মালিক রাজিব খান বলেন, ‘আমি গ্রামে থাকি না। ইউনিয়নের বড়দিয়া বাজার এলাকায় ভাড়া বাসায় থাকি। কারা খামারে আগুন দিয়েছে, তা বলতে পারছি না। এতে আমার প্রায় ৫-৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
স্থানীয়রা বলছেন, রাজিব খান ভালো মানুষ। তার কোনো শত্রু থাকার কথা না।
রাজিব খানের বাবা আজম খান বলেন, গভীর রাতে হালকা বৃষ্টি নামে। বাড়ির উঠান থেকে জ্বালানি কাঠ উঠিয়ে ঘরে যাই। এর কিছুক্ষণ পর শব্দ হয়। পরে ঘরের জানালা খুলে দেখি মুরগির খামারে আগুন জ্বলছে। চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, ধারণা করা হচ্ছে, কেরোসিন কিংবা পেট্রল ঢেলে খামারে আগুন দেয়া হয়েছে। কারা দিয়েছে এবং কেন দেয়া হয়েছে, এ ব্যাপারে তদন্ত চলছে।
তিনি বলেন, অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা