আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:০৫
এসিড নিক্ষেপ মামলায় ১৩ বছর পর স্বামীর যাবজ্জীবন
প্রতিনিধি, মানিকগঞ্জ

এসিড নিক্ষেপ মামলায় ১৩ বছর পর স্বামীর যাবজ্জীবন

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাহাজুদ্দিন মিয়া। ছবি: দৈনিক বাংলা

মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রীকে এসিড নিক্ষেপের মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে তাকে।

সোমবার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারিক আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী মথুরনাথ সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

এসিড দগ্ধ রেবেকা বেগম সিংগাইর উপজেলার ধল্লা লক্ষীপুর এলাকার সাহাজুদ্দিন মিয়ার স্ত্রী। দণ্ডিত ৪৮ বছরের সাহাজুদ্দিন মিয়া একই এলাকার মৃত সামসুদ্দিন মিয়ার ছেলে।

এজহারপত্রে জানা যায়, বিদেশ যেতে চাওয়ায় ২০০৯ সালের ২৮ মে রাতে ক্ষিপ্ত হয়ে বাড়ির অদূরে ডেকে নিয়ে স্ত্রীর মুখে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায় স্বামী সাহাজুদ্দিন মিয়া। চিৎকার শুনে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। কিন্তু এসিড নিক্ষেপের ফলে রেবেকার ডান চোখ নষ্ট হয়ে যায় এবং কান ও মুখের বিভিন্ন জায়গা ঝলসে যায়। এই ঘটনার পরদিন ২৯ মে সাহাজুদ্দিন মিয়া, কাদের মিয়া, মজনু মিয়া ও হাবুন বেগমকে আসামি করে সিংগাইর থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। তবে বিভিন্ন সময়ে তারা জামিনে বের হন।

মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) আলী হায়দার ২০০৯ সালের ৩ জুলাই আসামি সাহাজুদ্দিন মিয়া ও মজনু মিয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযুক্ত প্রমাণিত হওয়ায় আসামি সাহাজুদ্দিনকে বিরুদ্ধে এ রায় দেন। একইসঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি মজনু মিয়াকে খালাস দেয়া হয়েছে।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী মথুরনাথ সরকার বলেন, ‘জরিমানার অর্থ ওই নারীকে দিতে বিচারক নির্দেশ দিয়েছেন।’ তবে আসামির পক্ষের আইনজীবী শিপ্রা রানী সরকার উচ্চ আদালতের আপিলের কথা জানিয়েছেন।