আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১৮:৫২
বিএসএমএমইউ ভিসি-প্রোভিসির, কোষাধ্যক্ষের মেয়াদ বাড়ছে
প্রতিবেদক, দৈনিক বাংলা

বিএসএমএমইউ ভিসি-প্রোভিসির, কোষাধ্যক্ষের মেয়াদ বাড়ছে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যাল। ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের মেয়াদ চার বছর করতে এ সংক্রান্ত আইন সংশোধনে সায় দিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩' এর নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, অন্যসব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের মেয়াদ চার বছর। কিন্তু বর্তমান আইনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এসব পদে তিন বছর আছে। আইন সংশোধন করে এসব পদের মেয়াদ চার বছর করা হচ্ছে।