আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ২৩:২৬
বাংলাদেশে ফুটবল একাডেমি গড়বে রিভার প্লেট
ক্রীড়া ডেস্ক

বাংলাদেশে ফুটবল একাডেমি গড়বে রিভার প্লেট

রিভার প্লেটের কর্মকর্তা সেবাস্তিয়ান পেরেজ এস্কোবার এসেছেন ঢাকায়। ছবি: বাফুফে

বিশ্বকাপ চলাকালে ‘মেসি-ম্যানিয়া’, ‘আর্জেন্টিনা-ম্যানিয়া’ দেখেছে বিশ্ব। সেটা নজর এড়ায়নি আর্জেন্টাইন ফুটবল কর্মকর্তাদেরও। যার সুবাদে ঢাকায় সোমবার খুলে গেছে আর্জেন্টিনার দূতাবাস। এই উপলক্ষে দেশটির বিখ্যাত ক্লাব রিভার প্লেটের কর্মকর্তা সেবাস্তিয়ান পেরেজ এস্কোবার এসেছেন ঢাকায়।

আজ দেশের পাঁচ ক্লাব-আবাহনী, মোহামেডান, শেখ জামাল, শেখ রাসেল ও বসুন্ধরার কর্মকর্তাদের সঙ্গে কথাও বলেছেন তারা। পরে সংবাদমাধ্যমকে রিভার প্লেটের ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল স্কুল বিভাগের প্রধান এস্কোবার জানিয়েছেন, বাংলাদেশে একাডেমি করতে চান তারা। তার ভাষায়, ‘ক্লাবগুলোর সঙ্গে দারুণ আলোচনা হয়েছে। আমরা এখানে কিছু একাডেমি করতে আগ্রহী। আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে, এখানে ফুটবল যেভাবে দেখা হয়, ফুটবলের প্রতি এখানকার মানুষের যে অনুভূতি— সেটা আমাদের মতোই। তো আমরা ভাবলাম ওই অনুভূতিটা আমরা ভাগাভাগি করি। শিশুদের ফুটবল শেখাতে পারলে তা দারুণ হবে।’

ঢাকা থেকে বুয়েনস এইরেশের দূরত্ব ১৭ হাজার কিলোমিটার। তবে দুই দূরত্বে কোনো তাদের প্রচেষ্টায় কোনো বাধা হবে না বলেই মনে করেন এস্কোবার, ‘দুটি দেশের দুরত্ব অনেক। কিন্তু তারপরও আমি আশাবাদী। যদি এখানকার ক্লাবগুলো একাডেমি করতে চায়, তাহলে তাদের সঙ্গে কাজ করতে আমরা আগ্রহী। আপনারা আর্জেন্টিনাতে কিছু কোচ, শিশুও পাঠাতে পারেন।’