আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:০৫
ঢাবির ইউকে অ্যালামনাইয়ের বৃত্তি পেলেন ১২ শিক্ষার্থী
দৈনিক বাংলা ডেস্ক

ঢাবির ইউকে অ্যালামনাইয়ের বৃত্তি পেলেন ১২ শিক্ষার্থী

পড়াশোনায় অসাধারণ সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১২ জন মেধাবী শিক্ষার্থীকে ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকে ট্রাস্ট ফান্ড’ বৃত্তি দেয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গতকাল সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির চেক বিতরণ করেন।

ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ্য ইউকের সভাপতি দেওয়ান গাউস সুলতান। রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার অনুষ্ঠান সঞ্চালন করেন। বিজ্ঞপ্তি