আপডেট : ২৩ মে, ২০২২ ১৭:৫১
সুহানার জন্মদিনে মায়ের উচ্ছ্বাস

সুহানার জন্মদিনে মায়ের উচ্ছ্বাস

সুহানা খান

সুহানা খানের জন্মদিন বলে কথা। সদ্যই বলিউডে পা রেখেছেন শাহরুখ-কন্যা, তাই এই বছরের জন্মদিন একটু বেশিই স্পেশাল। কিছুদিন আগেই তার নতুন ছবি দ্য আর্চিস-এর ট্রেলার মুক্তি পেতেই অঢেল ভালোবাসা পেয়েছেন। আর গতকাল জন্মদিনেও সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার ছড়াছড়ি।

মা গৌরী খান যেন আহ্লাদে আটখানা, মেয়ে সুহানার ছবি শেয়ার করেই লিখলেন, ‘বার্থডে গার্ল’। সেই ছবিতেই একের পর এক শুভেচ্ছাবার্তা। করণ জোহর লিখলেন, ‘আমার প্রিয় তোমায় জন্মদিনের শুভেচ্ছা।’ শ্বেতা বচ্চন ভালোবাসার উপহারস্বরূপ কয়েকটি লাল গোলাপের ইমজি দিলেন। ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রাও জানালেন শুভ জন্মদিন।

এদিকে বন্ধু-বান্ধবরাও থেমে নেই। অনন্যা পান্ডে থেকে খুশি কাপুর, অগস্ত্য নন্দা সকলেই জানালেন শুভেচ্ছা। অনন্যা ছবি শেয়ার করেই লিখলেন, ‘আমার প্রিয় বন্ধু, তোমায় শুভ জন্মদিন, অনেক ভালোবাসি।’

খুশি কাপুর ও অগস্ত্যর সঙ্গেই প্রথম ছবিতে কাজ করছেন সুহানা। দুই সহকর্মী ও বন্ধুর থেকেও মিষ্টি বার্তা পেলেন। খুশি লিখেছেন, ‘তোকে শুভ জন্মদিন’- বেশ কয়েকটি লাভ ইমোজি জুড়ে দিয়েছেন তার সঙ্গে। অগস্ত্য লিখলেন, ‘শুভ জন্মদিন, অনেক আদর… ভালো থাক’। বাদ গেলেন না বোন জাহ্নবী কাপুরও। শুভেচ্ছার মাধ্যমেই জানালেন, রুপালি পর্দায় সুহানা ম্যাজিক দেখার জন্য তিনি তৈরি।

প্রিয় বন্ধু শানায়া কাপুর দেখালেন, সিস্টার্স গোলস। লিখলেন, ‘মন থেকে তুই আমার বোনই রে!’