আপডেট : ১ মার্চ, ২০২৩ ১৪:৪৯
মৃতের বাড়ি যাচ্ছিলেন শোকাহত স্বজনরা, সড়কে পড়লেন ডাকাতির কবলে
প্রতিনিধি, গাইবান্ধা

মৃতের বাড়ি যাচ্ছিলেন শোকাহত স্বজনরা, সড়কে পড়লেন ডাকাতির কবলে

মাইক্রোবাসের গ্লাস ভেঙে করা হয় ডাকাতি। ছবি: দৈনিক বাংলা

গাইবান্ধায় ঢাকা-রংপুর মহাসড়কে গাছ ফেলে মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটের একবারপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল মাইক্রোবাসে থাকা নারীসহ কয়েকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ নগদ টাকা লুট করে নেয়।

এ ঘটনায় ভুক্তভোগী শারমিন নাহার বাদী হয়ে মঙ্গলবার রাতে অজ্ঞাতপরিচয় আসামিদের নামে গাইবান্ধার সাদুল্লাপুর থানায় একটি মামলা করেন। শারমিন নাহার রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মৃত শফিকুল ইসলামের মেয়ে।

মামলার এজাহারের বরাতে ওসি প্রদীপ কুমার দৈনিক বাংলাকে জানান, সোমবার ঢাকায় শারমিনের বাবা শফিকুলের মৃত্যু হয়। সেখান থেকে মরদেহ মিঠাপুকুরে বাড়িতে নিয়ে আসা হচ্ছিল। এই মরদেহবাহী গাড়ির পেছনে আরেকটি মাইক্রোবাসে কয়েকজন আত্মীয়স্বজনসহ বাড়ি ফিরছিলেন শারমিন। রাত সাড়ে ১২টার দিকে মাইক্রোবাসটি ঢাকা-রংপুর মহাসড়কের সাদুল্লাপুরের ধাপেরহাটের একবারপুরে পৌঁছালে সাদা গেঞ্জি পরিহিত ২০ থেকে ৩০ বছর বয়সী ৭-৮ জনের একটি ডাকাত দল রাস্তায় দুটি গাছ ফেলে তাদের মাইক্রোবাসটি আটক করে। এরপর মাইক্রোবাসের গ্লাস ভেঙে ধারালো অস্ত্রের মুখে গলায় থাকা স্বর্ণের চেইন, দুটি মোবাইল ফোন ও নগদ ২৭ হাজার টাকা কেড়ে নেয়। গাড়ির গ্লাস ভাঙায় যাত্রীদের একজন আহতও হন।

ওসি আরও বলেন, ঘটনাটি তাৎক্ষণিক টহল পুলিশকে জানান শারমিন। পরে বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করেন। আমরা ঘটনায় জড়িতদের শনাক্ত করে, লুট হওয়া সম্পদ উদ্ধারসহ তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।