ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে তিতাস নদীর সিতারামপুর ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন, নবীনগর উপজেলার বড়াইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও বড়াইল গ্রামের প্রহল্লাহর মেয়ে রাত্রি (১৫) এবং নরসিংদী রায়পুরা উপজেলা মির্জাচরের ফারুক মিয়ার ছেলে মসজিদের ইমাম মাহমুদুল্লাহ (২২)। এ ঘটনায় এক যাত্রী নিখোঁজ রয়েছেন।
স্থানীয়রা জানান, নবীনগর উপজেলা থেকে ইঞ্জিনচালিত যাত্রীবাহী নৌকাটি পাশের জেলা নরসিংদীর রায়পুরা উপজেলার বাশগাড়ির দিকে যাচ্ছিল। মাঝপথে তিতাস নদীর সীতারামপুরের ব্রিজের নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় ২০ থেকে ২২ জনের মতো যাত্রী ছিলেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত্রি ও মাহমুদুল্লাহর মরদেহ উদ্ধার করে। এ দুর্ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন।
রাত্রির মা সন্ধ্যা রাণী জানান, রাত্রি অনেকদিন ধরে দাদার বাড়িতে যেতে চাচ্ছিল। বুধবার স্কুল থেকে ছুটি নিয়ে সে দাদার বাড়ি দিকে রওয়ানা হয়। কিন্তু অতিরিক্ত যাত্রী ও চালকের অদক্ষতার কারণে নৌকাটি ডুবে যায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরকার দৈনিক বাংলাকে জানান, নৌকাটি নবীনগর থেকে বাঁশগাড়ি যাওয়ার সময় সীতারামপুর ব্রিজের নিচে আরেকটি নৌকার সঙ্গে ধাক্কা লেগে ডু্বে যায়। এতে স্কুলছাত্রীসহ দুজনের মুত্যু হয়েছে। নৌকাডুবির ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা