কুমিল্লার মুরাদনগর উপজেলায় বেপরোয়া গতির ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাতমোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন জেলার চান্দিনা উপজেলার মৈশাল গ্রামের রিয়াজুল ইসলাম (২২) ও চাঁদপুর জেলার কচুয়া উপজেলার মোশাররফ (২৩)।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, দুই তরুণ মোটরসাইকেলযোগে মুরাদনগর যাচ্ছিলেন। তারা সাতমোড়া এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির মাটিবাহী ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই যুবকের মৃত্যু হয়।
দুই মরদেহ থানায় নেয়া হয়েছে জানিয়ে ওসি বলেন, ট্রাক্টরকে এখনো চিহ্নিত করা যায়নি।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা