ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে প্রবেশ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর বিশেষ মোনাজাতের কারণ জানতে চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পত্র ইস্যুর তারিখ থেকে তিন কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব লিখিতভাবে দিতে বলা হয়েছে।
বুধবার কারণ দর্শানোর জন্য বাহালুল হক চৌধুরীর কাছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার স্বাক্ষরিত একটি নোটিশ পাঠানো হয়।
নোটিশে বলা হয়, মো. বাহালুল হক চৌধুরীর ছুটি মঞ্জুর ও কাজে যোগদানের আবেদন কর্তৃপক্ষের নজরে এসেছে। তিনি গত ৯ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের প্রায় ৩০-৩৫ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়ে উপাচার্য ভবনের প্রধান ফটকের সামনে সমবেত হয়ে বিভিন্ন ধরনের অসংগতিপূর্ণ বক্তব্য ও মোনাজাত পরিচালনা করেছেন। এ ধরনের আচরণ খুবই অনাকাঙ্খিত বলে কর্তৃপক্ষের কাছে মনে হয়েছে।
নোটিশে আরও বলা হয়, কেন এবং কী উদ্দেশ্যে তিনি এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটিয়েছেন সে বিষয়ে পত্র ইস্যুর তারিখ থেকে তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারের কাছে জবাব দিতে হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের স্ত্রী মারা গেলে তার জানাজায় অংশ নিতে পারেননি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানসহ দুই উপ-উপাচার্য। আর এতেই ক্ষুব্ধ হন বাহালুল। পরে গত ৯ ফেব্রুয়ারি তিনি ভিসির বাসভবনে প্রবেশ করে বিশেষ মোনাজাত ধরেন এবং বিশ্ববিদ্যালয়ে চাকরি না করার ঘোষণা দেন। এ সময় পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও তার সঙ্গে ছিলেন।
পরে এ নিয়ে ক্যাম্পাসে চাঞ্চল্য তৈরি হয়। এ ঘটনায় হতবাক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক-কর্মকর্তারা জানিয়েছিলেন, কয়েকদিন ধরে পরীক্ষা নিয়ন্ত্রক ভিন্ন আচরণ করছেন। তিনি মানসিক অশান্তিতে রয়েছেন।
সেদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ‘আমি বিষয়টি শুনেছি। আমার মনে হয় তার বিশ্রাম দরকার। মানসিক চাপে আছেন তিনি। তার পরিবার থেকেও যোগাযোগ করেছে।’
জানা যায়, এই ঘটনার পর বাহালুল হককে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএইমএইচ) চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এরপর গত ১৫ ফেব্রুয়ারি পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুলকে অনুপস্থিত দেখিয়ে পরীক্ষা উপ-নিয়ন্ত্রক মো. ছানাউল্লাহকে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ ব্যাপারে তখন প্রবীর কুমার সরকার বলেছিলেন, বাহালুল হকের পরিবার জানিয়েছে তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। তবে তিনি নিয়মানুযায়ী ছুটি নিতে না পারায় অনুপস্থিত দেখিয়ে কর্তৃপক্ষের নির্দেশক্রমে মো. ছানাউল্লাহকে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব দেয়া হয়েছে।
সার্বিক বিষয়ে জানতে বাহালুল হক চৌধুরীকে একাধিকবার মোবাইলে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা