আপডেট : ২ মার্চ, ২০২৩ ১১:৫৪
বিশ্বকাপজয়ী সব সতীর্থকে মেসির উপহার সোনায় মোড়ানো আইফোন
ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপজয়ী সব সতীর্থকে মেসির উপহার সোনায় মোড়ানো আইফোন

কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সব সতীর্থ এবং কোচিং স্টাফের জন্য বিশেষ আইফোন উপহার দিতে যাচ্ছেন মেসি

গোল করে, গোল করিয়ে খবরের শিরোনামে আসেন লিওনেল মেসি। শিরোনামে আসেন সাফল্যের স্বীকৃতি স্বরূপ বড় বড় পুরস্কার জিতে। দিন কয়েক আগেই ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ পুরস্কার ফিফা দ্য বেস্টজয়ী আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার এবার খবরের শিরোনামে ভিন্ন কারণে। কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সব সতীর্থ এবং কোচিং স্টাফের জন্য বিশেষ আইফোন উপহার দিতে যাচ্ছেন মেসি।

এই সব আইফোনের বিশেষত্ব— তা ২৪ ক্যারোটের সোনায় মোড়ানো। আইফোনের পেছনে থাকছে খেলোয়াড়দের নাম ও জার্সি নম্বরও। এসব আইফোনের ছবি প্রকাশ করেছে ডিজাইনকারী সংস্থা আইডিজাইন। ছবিতে দেখা যায়, আইফোনের পেছনে আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপ জয়ের প্রতীক হিসেবে তিনটি তারকা, জাতীয় দলের লোগোও রয়েছে। পত্রপত্রিকার খবর, ৩৫টি আইফোনের পেছনে মেসির খরচ এক লাখ ৭৫ হাজার ইউরো। টাকার অঙ্কে যা প্রায় দুই কোটি!

বিশ্বকাপ জয়টাকে স্মরণীয় করে রাখতে সতীর্থদেরকে বিশেষ কিছু উপহার দিতে চেয়েছিলেন লিওনেল মেসি। তার সে চাওয়ারই ফল-এই বিশেষ আইফোন।

পত্রপত্রিকার খবর, মেসির চাওয়া অনুযায়ী ৩৫টি আইফোনই তৈরি। এ সব ফোন প্যারিসে মেসির কাছে পৌঁছানোও হয়ে গেছে। এখন সতীর্থদের কাছে তা হস্তান্তর করা বাকি।

সংশোধনী:

সতীর্থ ও দলের অন্য সদস্যদের সোনায় মোড়ানো ৩৫টি আইফোন উপহার দিয়েছেন মেসি - ইংলিশ সংবাদমাধ্যম দ্য সানকে সূত্র মেনে আর্জেন্টাইন ক্রীড়াদৈনিক তে ই সে স্পোর্তস এমন খবর ছেপেছিল। তবে খবরটির সত্যতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তে ই সে স্পোর্তসেরই আর্জেন্টিনা দলঘনিষ্ঠ সাংবাদিক গাস্তন এদুল পরে টুইটে জানিয়েছেন, এক ব্যবসায়ী ব্যক্তিগত উদ্যোগে আইফোনগুলো দিয়েছেন, এগুলো মেসি কেনেননি। তে ই সে স্পোর্তস তখন তাদের ওয়েবসাইট থেকে আগের খবরটি মুছে দেয়।

এ নিয়ে বিস্তারিত খবর দৈনিক বাংলায় ছাপা হয়েছে (https://www.dainikbangla.com.bd/sports/14656)