রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় একটি কাভার্ড ভ্যান উল্টে তার নিচে চাপা পড়ে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে গোলাপবাগ ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম মাদারীপুরের রাজৈর উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ছিলে। পেশায় ছিলেন রংমিস্ত্রি। তিনি মগবাজারের মীরেরবাগে একটি মেসে থাকতেন বলে জানিয়েছেন তার চাচাতো ভাই রবিউল ইসলাম।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাকিম পাটোয়ারি জানান, নিহত জাহিদুল রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় শ্যামলী পরিবহনের একটি বাস একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি উল্টে গেলে তার নিচে চাপা পড়েন জাহিদুল। দুর্ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। বাস ও কাভার্ড ভ্যান দুটি পুলিশ জব্দ করেছে। চালক পালিয়ে গেছেন।
নিহতের চাচাতো ভাই রবিউল ইসলাম মোল্লা বলেন, জাহিদ একমাস আগে রঙের কাজ করতে কক্সবাজার গিয়েছিলেন। সকালে কক্সবাজার থেকে ঢাকায় এসে গোলাপবাগে গাড়ি থেকে নামেন। সেখান থেকে অন্য গাড়িতে করে গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল তার।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা