আইফোন ১৪ সিরিজের চারটি স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে অ্যাপল। থাকছে জরুরি স্যাটেলাইট সংযোগ এবং গাড়ি দুর্ঘটনা শনাক্তের ব্যবস্থা। মার্কিন প্রতিষ্ঠানটির ক্যালিফোর্নিয়ার প্রধান কার্যালয়ে আরও দেখানো হয় নতুন স্মার্ট ঘড়ি এবং একজোড়া ইয়ারবাডস।
নতুন আইফোনগুলোতে নতুনত্ব যে নেই, তা নয়। তবে ব্যবহারকারীর জন্য তা কতটা কাজের, সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তাই আমরা নতুন আইফোনের ফিচারগুলো খোঁজার চেষ্টা করেছি।
যুক্তরাষ্ট্রে সিমকার্ড স্লট থাকছে না
অপটিক্যাল ড্রাইভ, হেডফোন জ্যাক কিংবা ইউএসবি-এ পোর্ট বাদ দিয়ে এর আগে খবরের শিরোনাম হয়েছে অ্যাপল। এবার হলো যুক্তরাষ্ট্রে আইফোন ১৪ সিরিজের স্মার্টফোন থেকে সিমকার্ড স্লট বাদ দিয়ে। মার্কিন মুলুকে সেলুলার নেটওয়ার্কে যুক্ত হতে চাইলে ভরসা কেবল ই-সিম। এর আগেও আইফোনে এমন সুবিধা ছিল, তবে ঐচ্ছিক।
স্যাটেলাইটের মাধ্যমে জরুরি সেবা
স্যাটেলাইটের মাধ্যমে জরুরি এসওএস সেবা থাকছে নতুন আইফোনগুলোতে। যে এলাকায় সেলুলার নেটওয়ার্ক নেই, সেখানে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য সুবিধাটি ব্যবহার করা যাবে। তবে এখনই মিলছে না, নভেম্বরে যুক্তরাষ্ট্র এবং কানাডায় মিলবে। প্রথম দুই বছর সেবাটি বিনামূল্যে দেবে অ্যাপল। তারপর কত খরচ হবে, তা জানায়নি।
এবার আর ‘মিনি’ আইফোন নেই
আইফোন ১৪ সিরিজের ছোট স্মার্টফোনটির ডিসপ্লেই ৬.১ ইঞ্চির। আগেরবারের মতো এবার আর কোনো ‘মিনি’ সংস্করণ রাখেনি, তবে আগের আইফোন ১৩ মিনি কেনার সুযোগ রেখেছে। বাজারে স্মার্টফোনটির কাটতি কম, তা আগেই জানিয়েছিল বাজার বিশ্লেষক প্রতিষ্ঠানগুলো।
ক্যামেরাতেই তবু কিছুটা নতুনত্ব
আগের মডেলগুলোর সঙ্গে তুলনায় নতুন আইফোনগুলোর সবচেয়ে বড় হালনাগাদ বোধ হয় ক্যামেরায়। তা-ও কেবল ‘প্রো’ মডেল দুটিতে। এতে যুক্ত হয়েছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। অপর দুটি মডেলে সেই চিরাচরিত ১২ মেগাপিক্সেল ক্যামেরাই থাকছে।
দুর্ঘটনায় স্বয়ংক্রিয় সাড়া
‘ক্র্যাশ ডিটেকশন’ নামে নতুন একটি ফিচার থাকছে আইফোন ১৪ সিরিজে। নতুন অ্যাপল ওয়াচেও তা থাকছে। ব্যবহারকারী দুর্ঘটনায় পড়লে তা শনাক্ত করবে বেশ কিছু সেন্সরের সমন্বয়ে। এরপর স্বয়ংক্রিয়ভাবে খবর চলে যাবে জরুরি সেবাদাতা এবং ব্যবহারকারীর পূর্বনির্ধারিত মানুষদের কাছে।
আইফোনের চারটি মডেলের মধ্যে তুলনা
আইফোন ১৪ | আইফোন ১৪ প্লাস | আইফোন ১৪ প্রো | আইফোন ১৪ প্রো ম্যাক্স | |
ডিসপ্লে | ৬.১ ইঞ্চি ওলেড | ৬.৭ ইঞ্চি ওলেড | ৬.১ ইঞ্চি সুপার রেটিনা | ৬.৭ ইঞ্চি সুপার রেটিনা |
আকার | ৫.৭৮ x ২.৮২ x ০.৩১ ইঞ্চি | ৬.৩৩ x ৩.০৭ x ০.৩১ ইঞ্চি | ৫.৮১ x ২.৮১ x ০.৩১ ইঞ্চি | ৬.৩৩ x ৩.০৫ x ০.৩১ ইঞ্চি |
ক্যামেরা (পেছনে) | ১২ (ওয়াইড), ১২ (আলট্রাওয়াইড) | ১২ (ওয়াইড), ১২ (আলট্রাওয়াইড) | ৪৮ (ওয়াইড), ১২ (আলট্রাওয়াইড), ১২ (টেলিফটো) | ৪৮ (ওয়াইড), ১২ (আলট্রাওয়াইড), ১২ (টেলিফটো) |
ক্যামেরা (সামনে) | ১২ মেগাপিক্সেল | ১২ মেগাপিক্সেল | ১২ মেগাপিক্সেল | ১২ মেগাপিক্সেল |
প্রসেসর | অ্যাপল এ১৫ বায়োনিক | অ্যাপল এ১৫ বায়োনিক | অ্যাপল এ১৬ বায়োনিক | অ্যাপল এ১৬ বায়োনিক |
স্টোরেজ | ১২৮/২৫৬/৫১২ গিগাবাইট | ১২৮/২৫৬/৫১২ গিগাবাইট | ১২৮/২৫৬/৫১২ গিগাবাইট/১ টেরাবাইট | ১২৮/২৫৬/৫১২ গিগাবাইট/১ টেরাবাইট |
র্যাম | ৪ গিগাবাইট | ৪ গিগাবাইট | ৬ গিগাবাইট | ৬ গিগাবাইট |
ব্যাটারি | টানা ২০ ঘণ্টা ভিডিও প্লেব্যাক | টানা ২৬ ঘণ্টা ভিডিও প্লেব্যাক | টানা ২৯ ঘণ্টা ভিডিও প্লেব্যাক | টানা ২৯ ঘণ্টা ভিডিও প্লেব্যাক |
দাম | ৭৯৯ থেকে ১০৯৯ ডলার | ৮৯৯ থেকে ১১৯৯ ডলার | ৯৯৯ থেকে ১৪৯৯ ডলার | ১০৯৯ থেকে ১৫৯৯ ডলার |
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা