আপডেট : ৭ মার্চ, ২০২৩ ১৩:১৯
ইন্দোনেশিয়ায় ভূমিধস, নিহত ১৫
দৈনিক বাংলা ডেস্ক

ইন্দোনেশিয়ায় ভূমিধস, নিহত ১৫

ইন্দোনেশিয়ায় ভূমিধসের কারণে বাড়ি-ঘরগুলোর ওপর গাছপালা উপড়ে পড়েছে। ছবি: টুইটার

ইন্দোনেশিয়ার নাতুনা অঞ্চলে প্রবল বর্ষণ ও ভূমিধসে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। দক্ষিণ চীন সাগর সীমান্তবর্তী এলাকাটিতে গত সোমবারের এ দুর্যোগের পর বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। খবর আল জাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি প্রকাশিত ছবি এবং ভিডিওতে দেখা গেছে, বনাঞ্চলের ভেতর ভূমিধস হয়েছে এবং প্রত্যন্ত ‘সেরাসান’ দ্বীপের বাড়ি-ঘরগুলোর ওপর গাছপালা উপড়ে পড়েছে। ধ্বংসস্তুপে পরিণত হয়েছে পুরো এলাকা।

এদিকে ভূমিধস ও বৃষ্টির কারণে ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে বলে টুইটার পোস্টে জানিয়েছে বিএনপিবি। সংস্থাটি জানায়, ভয়াবহ এ দুর্যোগের মধ্যে যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় উদ্ধারকারী সংস্থা নাতুনা সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান আবদুল রহমানের বরাত দিয়ে এএফএপি জানায়, দুর্যোগটিতে এ পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছেন।

বর্ষা মৌসুমে ইন্দোনেশিয়ায় ভূমিধস যেন একটি নৈমিত্তিক ঘটনা। বন উজাড়ের ফলে কিছু এলাকায় ভূমিধসের ঘটনা আরও বেশি হয়। এ ছাড়া টানা বৃষ্টির কারণে দ্বীপরাষ্ট্রটির বিভিন্ন এলাকায় বন্যাও দেখা দেয়। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশটির আবহাওয়া-সংক্রান্ত বিপর্যয় সম্ভবত আরও খারাপ হচ্ছে।