রাজধানীর গুলিস্তান সংলগ্ন সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুই নারীও রয়েছেন। আহত হয়েছেন শতাধিক লোক।
মঙ্গলবার বিকেলের এই বিস্ফোরণের ঘটনায় ১৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।
তিনি জানান, নিহত ১৬ জনের মধ্যে দুজন নারী এবং ১৪ জন পুরুষ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-পরিচালক দিনমিন শর্মা জানান, সাততলা ভবনের নিচতলায় বিস্ফোরণ ঘটেছে। এতে দ্বিতীয় ও তৃতীয় তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
কী বিস্ফোরণ ঘটেছে তা জানতে চাইলে এই উপপরিচালক বলেন, তা এখনো নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে গ্যাস জাতীয় কিছু থেকে বিস্ফোরণ হয়েছে। পরীক্ষা করে বিস্তারিত বলা যাবে
বাচ্চু মিয়া জানান, বিস্ফোরণের পর থেকে এ পর্যন্ত প্রায় এক শ’ লোককে আহতাবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের অনেকেরই রক্তাক্ত শরীর।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, বিকেল ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণের খবর পেয়ে সেখানে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরে আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটও ঘটনাস্থলে গিয়েছে।
বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান এডিসি রহমত উল্লাহ চৌধুরী দৈনিক বাংলা জানান, একটি ভবনে বিস্ফোরণের খবর পেয়ে আমাদের টিম পাঠানো হয়েছে, তারা কাজ করছেন।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা