উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় যুক্তরাষ্ট্র কোনো বাধা দিলে কিংবা ক্ষেপণাস্ত্র গুলি করে ধ্বংস করলে তা হবে ‘সুস্পষ্ট যুদ্ধ ঘোষণা’। উত্তর কোরীয় নেতা কিম জং-উনের ক্ষমতাধর বোন কিম ইয়ো জং গত মঙ্গলবার এমন সতর্কবার্তা দেন।
দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম বলছে, উত্তর কোরিয়া আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে যাচ্ছে। যদি এই ক্ষেপণাস্ত্র প্রশান্ত মহাসাগরের দিকে উৎক্ষেপিত হয়, তাহলে যুক্তরাষ্ট্র গুলি করে এটি ধ্বংস করার পরিকল্পনা করেছে।
কিম ইয়ো জং বলেন, উত্তর কোরিয়া যথাযথ, দ্রুত ও অপ্রতিরোধ্য পদক্ষেপ নেয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে। এদিকে চলতি মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী পাঁচ বছরের মধ্যে তাদের বৃহত্তম যৌথ মহড়া করবে। আল-জাজিরা
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা