আপডেট : ৯ মার্চ, ২০২৩ ০৮:৫১
পুরোনো হয়েও এগিয়ে
দৈনিক বাংলা ডেস্ক

পুরোনো হয়েও এগিয়ে

বয়স দুই হাজার বছরের বেশি হলে কী হবে, পরিচ্ছন্নতা, সবুজায়ন, পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের দিক থেকে ইউরোপের নতুন শহরগুলোকে পর্যন্ত টেক্কা দিয়েছে। বলছিলাম নেদারল্যান্ডসের নিজমেজেন শহরের কথা। জার্মান সীমান্তের কাছেই এর অবস্থান।

পুরোনো শহর বলতেই যে ঘিঞ্জি, নোংরা আর পুতিগন্ধময় পরিবেশের ছবি মনে ভেসে ওঠে, তার একেবারে উল্টো এই নিজমেজেন। নেদারল্যান্ডসের সবচেয়ে পুরোনো শহর হলেও পরিবেশ, বাতাসের মান, জীবনযাত্রার মানে অনেক এগিয়ে রয়েছে শহরটি।

শহরের প্রাণকেন্দ্রে গাড়ি প্রবেশ একেবারে নিষিদ্ধ। সাইকেল চালানোর জন্য রয়েছে ৬০ কিলোমিটার সুপার হাইওয়ে। সবুজ জ্বালানিতে চলে এখানকার বাসগুলো। এমনকি ‘কার শেয়ারিং’ বা অনেকে মিলে একটি গাড়ি ব্যবহারের মতো আধুনিক ধারণা এখানে ভীষণভাবে সমাদৃত। জ্বালানি ব্যবহার হ্রাসের মাধ্যমে পরিবেশের সুরক্ষাই যার প্রধান উদ্দেশ্য।

চিন্তাভাবনা ও কাজে এ অঞ্চলের বাসিন্দারা এতটাই এগিয়ে যে ২০১৬ সালেই তারা শহরে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দিয়েছে। পরিবর্তে সৌরপার্ক তৈরি করা হয়েছে, যেখানে ৯ হাজার সৌর প্যানেলের মাধ্যমে প্রায় ৪০০ বাড়িঘর বিদ্যুৎ পাচ্ছে।

২০১৮ সালে ইউরোপের সবুজ রাজধানী হিসেবে খ্যাতি পেয়েছে নিজমেজেন।

ছাত্র আন্দোলনের সূতিকাগার হিসেবে খ্যাতি আছে এ শহরের। নিজমেজেনকে জলবায়ুবান্ধব, স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন এক নগরে পরিণত করতে এখানকার ছাত্রদের অবদানই বেশি। অতিমাত্রায় পণ্যের আসক্তি থেকে বেরিয়ে এসে পণ্য পুনরুৎপাদন ও পুনর্ব্যবহারের নজিরও সৃষ্টি করেছে তারা।

চাহিদার লাগাম টেনে ধরায় সেখানে ক্রাইসিস বা সংকটও কম। স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের মাধ্যমেই তাদের চাহিদা মেটে অনেকাংশে। সেই সঙ্গে ছায়া সুনিবিড় সবুজ উদ্যান, রাস্তার ধারে জলপাই আর হেজেলনাটের সারি, শব্দদূষণ আর কালো ধোঁয়ার পরিবর্তে নির্মল বাতাস ও পাখির কলকাকলি তাদের করেছে প্রশান্ত, সহানুভূতিশীল আর সৃষ্টিশীল।

সূত্র: বিবিসি