আপডেট : ১০ মার্চ, ২০২৩ ২০:২৬
যশোরে জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত
প্রতিনিধি, যশোর

যশোরে জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত

যশোর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জাতীয় বিতর্ক উৎসবে অতিথিরা। ছবি: দৈনিক বাংলা

মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন (এমএমডিএফ) বাংলাদেশের আয়োজনে যশোর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় বিতর্ক উৎসব ও ইয়ুথ কার্নিভাল-২০২৩।

শুক্রবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা মধ্য দিয়ে এ উৎসবের সূচনা হয়। উৎসব শোভাযাত্রার উদ্বোধন করেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান। র‌্যালি শেষে শিল্পকলা একাডেমিতে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধনী পর্ব শুরু হয়। এ পর্বে প্রধান অতিথি ছিলেন সরকারি এম এম কলেজ যশোরের অধ্যক্ষ অধ্যাপক মর্জিনা আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, সুরধনী সংগীত নিকেতনের সভাপতি হারুন অর রশীদ, সরকারি এম এম কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহজাহান কবির, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক সাজেদ রহমান বকুল, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, সাইবার টিনস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাদাত রহমান এবং এমএমডিএফ বাংলাদেশের চেয়ারম্যান বায়জিদ মাহামুদ অভি।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন এমএমডিএফ বাংলাদেশের সভাপতি শ্রাবণী আক্তার বন্যা। সভাপতিত্ব করেন উৎসব উদযাপনের আহ্বায়ক দৈনিক গ্রামের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন।