চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এনজিও কর্মী চম্পা চাকমাকে হত্যার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে সচেতন রাঙামাটিবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, গত ৫ মার্চ রাঙ্গুনিয়া উপজেলার ধামাইরহাটের লালানগরে ‘পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র’ এনজিওর সহকারী ম্যানেজার চম্পা চাকমা ঋণের কিস্তির টাকা চাওয়ায় তাকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করেন এনামুল হক। ওই রাতেই রাঙ্গুনিয়া থানায় এনামুলের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। এরপর সাত দিন পেরিয়ে গেলেও খুনিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মানববন্ধন থেকে বক্তারা চম্পা চাকমার হত্যাকারী এনামুল হককে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন পদক্ষেপ এনজিও রাঙামাটি শাখার ম্যানেজার মো. হাসান আলী, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা শাখার সম্পাদক এম জিসান বখতেয়ার, সুমন চাকমা, উলিশিং মারমা, বিদুষী চাকমাসহ অন্যরা।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা