দেশের সব মেডিকেল কলেজে এমবিবিএস ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ১৯৪ শিক্ষার্থী। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ।
রোববার দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ ফলাফল ঘোষণা করেন।
মন্ত্রী এ সময় বলেন, এ বছর পুরো সিলেবাসে পরীক্ষা হয়েছে, সে জন্য পাসের হার কম। গত বছর কোভিডের কারণে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছিল, তাই পাসের হার বেশি হয়ে থাকতে পারে।
গত শুক্রবার সারা দেশে একযোগে এ পরীক্ষা হয়েছিল। রাজধানীর পাঁচটি কেন্দ্রসহ দেশের ১৯টি কেন্দ্রে ৫৭টি ভেনুতে সকাল ১০টা থেকে এক ঘণ্টা চলে পরীক্ষা।
এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিতে ১ লাখ ৩৯ হাজার ২১৭টি আবেদন জমা পড়ে। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৫ হাজার ৮১৩ জন, যা আবেদনকারীর ৯৭ দশমিক ৫৬ শতাংশ। এর মধ্যে ছাত্রী ছিলেন ৭৪ হাজার ৯৫৩ জন, আর ছাত্র ছিলেন ৬৪ হাজার ২৬৪ জন।
এবারের লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন রাফসান জামান। চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়ে তিনি পেয়েছেন ৯৪ দশমিক ২৫ নম্বর।
সরকারি ও বেসরকারি মিলিয়ে মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ১১ হাজার ১২২টি। এর মধ্যে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। আর ৭১টি বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৬ হাজার ৭৭২টি। সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের প্রতি আসনের বিপরীতে এবার লড়েন ১২ পরীক্ষার্থী।
এমবিবিএস ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন। উত্তীর্ণ হয়েছিলেন ৭৯ হাজার ৩৩৭, পাসের হার ছিল ৫৫ দশমিক ১৩ শতাংশ।
ফল জানা যাবে যেভাবে
প্রকাশিত ফল স্বাস্থ্য অধিদপ্তরের https://result.dghs.gov.bd/mbbs ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের https://dgme.portal.gov.bd/ ওয়েবসাইটেও ফলবিষয়ক তথ্য প্রকাশ হয়েছে। খুদেবার্তার (এসএমএস) মাধ্যমেও ফলাফল পাবেন শিক্ষার্থীরা। আবেদন করার সময় দেয়া মোবাইল নম্বরেই মিলবে ফল।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা