আপডেট : ১২ মার্চ, ২০২৩ ১৭:৪৮
সাতক্ষীরায় আগুনে পুড়ে স্কুলশিক্ষকের মৃত্যু
প্রতিনিধি, সাতক্ষীরা

সাতক্ষীরায় আগুনে পুড়ে স্কুলশিক্ষকের মৃত্যু

সাতক্ষীরার কলারোয়ায় আগুনে পুড়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১২টার দিকে কলারোয়া উপজেলার চন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মমতাজ সরদার চন্দনপুর ইউনিয়নের ডার্কি গ্রামের মৃত সোনাই সরদারের ছেলে। তিনি চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।

স্থানীয়রা জানান, রোববার বেলা ১২টার দিকে চন্দনপুর হাই স্কুলের পেছনে নিজের বাগানের শুকনা পাতা পুড়িয়ে ফেলার জন্য এক জায়গায় করে আগুন জ্বালিয়ে দেন। এ সময় অসাবধানতাবশত তার লুঙ্গিতে আগুন ধরে যায়। পরে দগ্ধ অবস্থায় উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।