আপডেট : ১২ মার্চ, ২০২৩ ১৮:০৯
রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শিশুর

রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শিশুর

প্রতীকী ছবি

বিয়ে থেকে ফেরার পথে রাজধানীর কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় জিসান (১৪) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ট্রেনে ধাক্কা লাগার পর মুমূর্ষ অবস্থায় জিসানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক সকাল পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জিসানের গ্রামের বাড়ি ভোলা জেলার তমিজ উদ্দীন উপজেলায়। তার বাবার নাম বাবুল মিয়া। নবম শ্রেণিতে পড়ত সে।

জিসানকে হাসপাতালে নিয়ে এসেছিলেন তার মামা সোহাগ মিয়া। তিনি বলেন, ‘আমরা বাড়ির সবাই ভোলায় একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখান থেকে আজ (রোববার) বাসায় (ঢাকা) ফিরছিলাম। ফেরার পথে কুড়িল এলাকায় ট্রেনের ধাক্কা খায় জিসান। লোকজনের চেচামেচিতে সামনে গিয়ে দেখি আমার ভাগ্নে পড়ে আছে। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।’