আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২২ ০০:৪০
রানির অন্তেষ্টিক্রিয়ায় যোগ দিতে লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী

রানির অন্তেষ্টিক্রিয়ায় যোগ দিতে লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০১৮ সালে কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের সময় বাকিংহাম প্যালেসে নৈশভোজে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান রানি এলিজাবেথ। ছবি: এএফপি

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্তেষ্টিক্রিয়ায় যোগ দিতে লন্ডল যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৯ সেপ্টেম্বর রানির অন্তেষ্টিক্রিয়া সামনে রেখে দুই-তিনদিন আগেই লন্ডন যাবেন তিনি।

শনিবার (১০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় দলীয় নেতাদের এ কথা জানান শেখ হাসিনা।

সভায় উপস্থিত এক আওয়ামী লীগ নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৫ সেপ্টেম্বর অথবা ১৭ সেপ্টেম্বর দেশটিতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ছাড়াও সভায় ১৯৮১ সাল থেকে যে পরিস্থিতি মোকাবিলা করেছেন আওয়ামী লীগ সভাপতি হিসেবে, সভায় তা স্মরণ করিয়ে দেন দলীয় নেতাদের।

বিশ্বের সবচেয়ে বেশিদিন ক্ষমতায় থাকা রানি এলিজাবেথ গত বৃহস্পতিবার (৮ আগস্ট) স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে মারা যান। তার বয়স হয়েছিল ৯৬ বছর। ১৯৫২ সালে মাত্র ২৬ বছর বয়সে সিংহাসনে আসীন হন দ্বিতীয় এলিজাবেথ। ৭০ বছর দায়িত্ব পালনের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

বাকিংহাম প্যালেস জানিয়েছে, লন্ডনের ওয়েস্টমিন্সটার অ্যাবেতে আগামী ১৯ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া হবে। এর আগে শেষ শ্রদ্ধা জানাতে রানির মরদেহ বাকিংহাম প্রাসাদ থেকে ওয়েস্টমিন্সটার হলে নেয়া হবে। সেখানে রানির কফিন একটি উঁচু প্ল্যাটফর্মে চারদিন বিশ্রামে রাখা হবে।