রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন বিনোদপুরে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় এবার পুলিশ বাদী হয়ে মামলা করেছে। সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে রোববার রাতে নগরীর মতিহার থানায় মামলাটি করা হয়।
এর আগে ওই সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী আহত হওয়ায় গত রোববার বিকেলে অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে মামলা করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালাম বাদী হয়ে নগরীর মতিহার থানায় মামলাটি করেন।
পুলিশ বাদী হয়ে মামলা করার তথ্য নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রফিকুল আলম বলেন, রাবি শিক্ষার্থীদের সঙ্গে ক্যাম্পাসসংলগ্ন বিনোদপুর এলাকার ব্যবসায়ীদের সংঘর্ষের সময় সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে নগরীর মতিহার থানায় একটি মামলা করেছে। এতে ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
গত শনিবার বগুড়া থেকে বাসে করে রাজশাহী আসছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী। সিটে বসাকে কেন্দ্র করে এক ব্যক্তির সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এর জেরে বিনোদপুরের স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে জড়ান শিক্ষার্থীরা। সংঘর্ষে দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। ওই সংঘর্ষের জের ধরে রোববারও উত্তাল ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা