নানা রকম দুর্ঘটনা আসে মানুষের জীবনে। অনেকবারই হোঁচট খায় মানুষ। আবার উঠে দাঁড়ায়। সামনে এগিয়ে যায়। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তার এমনই কিছু পড়ে যাওয়ার ঘটনা জানালেন ভক্তদের।
তিনটি ঘটনা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তুলে ধরেছেন এই অভিনেত্রী। লেখা শেষে ভক্তদের কাছে জানতে চেয়েছেন, তাদের জীবনে এমন ঘটনা আছে কি না। ভক্তরাও কমেন্ট বক্স দখলে নিয়ে রীতিমত প্রতিযোগিতা করছেন নিজেদের পড়ে যাওয়ার ঘটনা জানাতে।
মেহজাবিনের পোস্টে তিনটি ঘটনার মধ্যে প্রথমটি ছোট বেলার। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময়। সেই স্মৃতি মনে করে তিনি লিখেছেন, ‘ক্লাস সিক্সে ক্লাসরুমে চেয়ার দিয়ে দোল খাবার চেষ্টা করতে করতে পড়ে গিয়েছিলাম। ৪০-৫০ জন ক্লাসমেটসহ টিচার, সবাই হা করে তাকিয়ে ছিল আমার দিকে।’
দ্বিতীয় ঘটনা একটা পাঁচ তারকা হোটেলের। মেহজাবিন লিখেছেন, ‘একটি ফাইভ স্টার হোটেলের রেস্টুরেন্টে বুফে খাচ্ছিলাম। আশেপাশে কম করে হলেও ২০০ লোকজন। বুফে টেবিলের থেকে খাবার নিয়ে নিজের টেবিলে ফেরার পথে খাবারসহ আমি ফ্লোরে।’
মেহজাবিনের লেখা সব শেষ ঘটনাটি একটা শুটিং সেটের। তিনি লিখেছেন, ‘আরেকটি ছিল ভয়ংকর ঘটনা। শুটিং করছিলাম। এক হাতে মোবাইল ফোন, আরেক হাতে কফি.. সিঁড়ি থেকে নামছিলাম ফোনে টেক্সটিং করতে করতে। করলাম স্লিপ। পড়ে গেলাম, কোমরে প্রচণ্ড ব্যথা পেলাম। গরম কফি চাইলে অন্য কোথাও পড়তে পারতো, কিন্তু পড়লো আমার শরীরে। সেদিনের পর থেকে সিঁড়ি দিয়ে নামার সময় টেক্সটিং করবো না, কসম কাটলাম।’
‘আপনারা এবার মনে করার চেষ্টা করুন। জীবনে কতবার পড়ে গিয়েছিলেন। হয়তো অনেক ঘটনাই মনে পড়বে।’
মেহজাবিনের পোস্টের মন্তব্যের ঘরে ভক্তরা লিখছেন তাদের এমনসব ঘটনা।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা