অসুস্থ অবস্থায় সিলেট সিটি কপরোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হৃদরোগে আক্রান্ত মেয়রকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সোমবার বিকেলে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, রোববার রাতে মেয়র আরিফুল হক চৌধুরী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। রাত ৩টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ডা. জাহিদুল জানান, বর্তমানে মেয়র নগরের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন। তার হার্টের সমস্যা রয়েছে। ১০ বছর আগে তার হার্টে একটি স্টেন্ট (রিং) পরানো হয়। এ ছাড়া তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রয়েছে।
ডা. জাহিদ বলেন, মেয়র মহোদয়ের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা রিপোর্ট দেখছেন। তাকে সিলেটে রাখা হবে নাকি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হবে, রিপোর্ট দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী।
এর আগে সোমবার দুপুরে সিসিক মেয়র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরীকে দেখতে হাসপাতালে যান সিলেট মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব। তারা মেয়রের শয্যার পাশে কিছু সময় অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা