আপডেট : ১৩ মার্চ, ২০২৩ ২০:৩৪
বিমানের এমডির সঙ্গে সাকিব আল হাসানের সাক্ষাৎ
প্রতিবেদক, দৈনিক বাংলা

বিমানের এমডির সঙ্গে সাকিব আল হাসানের সাক্ষাৎ

বিমানের প্রধান কার্যালয়ে সাকিব আল হাসানের উপস্থিতিতে কেক কাটা হয়। ছবি: দৈনিক বাংলা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিউল আজিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। সোমবার বিকেলে বিমান বাংলাদেশের প্রধান কার্যালয় বলাকায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ তাহেরা খন্দকার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বিমানের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে সাকিব আল হাসানকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে তার সৌজন্যে কেক কাটা হয়। এসময় বিমানের পরিচালক ও মহাব্যবস্থাপরা উপস্থিত ছিলেন।

সাকিব আল হাসান একসময় বিমানের ক্রিকেট টিমের সদস্য ছিলেন। বিমানের ক্রিকেট টিম ও স্পোটর্সের উন্নয়ন বিষয়ে সাকিব আল হাসানের সঙ্গে আলোচনা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।