চট্টগ্রামের চকবাজার থানার মেহেদীবাগ এলাকার একটি মাদ্রাসা থেকে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাত ১০টার দিকে ওই এলাকার দারুস সুফ্ফাহ তাহফিজুল কোরআন মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাবিব শাইয়ান কুমিল্লার লাকসাম উপজেলার মশিউর রহমান চৌধুরীর ছেলে। সে বাবা-মায়ের সঙ্গে নগরীর দামপাড়া এলাকায় বসবাস করত।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের মজুমদার বলেন, ‘ওই শিশুটি মাদ্রাসার শৌচাগারে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করছে মাদ্রাসা কর্তৃপক্ষ। নিহতের গলায় একটি চিহ্ন আছে। আমরা ঘটনাটি তদন্ত করছি।’
সকালে সুস্থ-স্বাভাবিক সন্তানকে মাদ্রাসায় রেখে গিয়েছিল বলে জানান নিহতের বাবা মশিউর রহমান চৌধুরী। বলেন, ‘প্রতিদিন সকাল ৯টায় মাদ্রাসায় দিয়ে যাই তাকে। আবার রাত ৯টার দিকে বাসায় নিয়ে যাই। কিন্তু আজ আনতে গিয়ে মাদ্রাসার নিচে অনেকক্ষণ অপেক্ষা করার পরও দেখি সে আসছে না। এর মধ্যে কয়েকজন ছাত্র এসে আমাকে উপরে যেতে বলে। মাদ্রাসা পাঁচতলায় উপরে অর্ধেক ওঠার পর দেখি আমার ছেলেকে ধরাধরি করে ছেলেরা নামাচ্ছে। ওখান থেকে আমিই তাকে ম্যাক্স হাসপাতালে নিয়ে যাই। সেখানকার চিকিৎসক বলছেন, আর কোনো আশা নেই।’
এ বিষয়ে জানতে মাদ্রাসার পরিচালক মোজাম্মেল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা