প্রয়াত প্রখ্যাত সাংবাদিক এ বি এম মূসার স্ত্রী সেতারা মূসা আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
মঙ্গলবার রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেতারা মূসার মেয়ে সাংবাদিক পারভীন সুলতানা ঝুমা দৈনিক বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সেতারা মূসা ফুসফুসের প্রদাহজনিত অসুস্থতাসহ বার্ধক্যের জটিলতায় ভুগছিলেন। তিনি তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। পথিকৃত সাংবাদিক আবদুস সালামের জ্যেষ্ঠ কন্যা সেতারা মূসা কর্মজীবনে বিভিন্ন জাতীয় দৈনিকে নারী পাতার সম্পাদক ছিলেন।
পরিবার থেকে জানানো হয়েছে, মঙ্গলবার এশার পর মোহাম্মদপুরের ইকবাল রোড মসজিদে সেতারা মূসার জানাজার নামাজ হবে। রাতে মরদেহ ফ্রিজিং ভ্যানে বাসার নিচে রাখা হবে।
বুধবার সকালে তার মরদেহ ফেনীর গ্রামের বাড়ির উদ্দেশে নেয়া হবে। বাদ জোহর জেলার কুতুবপুর গ্রামে প্রয়াত এ বি এম মূসার কবরের পাশে তার দাফন সম্পন্ন হবে।
১৯৪০ সালে কুমিল্লার লাকসামে নানার বাড়িতে সেতারা মূসার জন্ম। ১৯৪৭ সালের পর পরিবারের সঙ্গে সেতারা মূসা ঢাকায় চলে আসেন। নবম শ্রেণিতে পড়ার সময় এ বি এম মূসার সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
সেতারা মূসা পেশাগত জীবনে দৈনিক পূর্বদেশ, দৈনিক জনতা, দৈনিক আওয়াজসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি রেড ক্রিসেন্ট, পরিবার পরিকল্পনা সমিতিসহ অনেক সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা