মেহেরপুরের গাংনীতে ছাগলে খাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়নের উত্তর ভরাটগ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ উভয় পক্ষের দুজনকে আটক করেছে।
স্থানীয়রা জানান, ভরাটগ্রামের শহিদুল ইসলাম নামে একজনের ছাগল প্রতিবেশি হাফিজুলের নেপিয়ার ঘাসের ক্ষেতে যায়। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধারাল অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। এতে চার জন আহত হন।
আহতরা হলেন- সহিদুল ইসলাম (৬৩) ও তার ছোটভাই রবিউল ইসলাম (৫৬); হাফিজুল পক্ষের মাদানুর (৫০) ও তার ছেলে লিপন (২৮)। এদের মধ্যে সহিদুল ও মাদানুরের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি রাখা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছাড়েন।
এ দিকে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে লিপনকে আটক করে পুলিশ। সংঘর্ষে জড়িত সন্দেহে আটক অন্যজনের নাম জহুরুল।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মনোজিৎ কুমার নন্দী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং দুজনকে আটক করা হয়েছে।
ওসি বলেন, ঘটনাস্থলের পরিস্থিতি বর্তমান শান্ত ও স্বাভাবিক। কোনো পক্ষ এখনো মামলা করেনি। মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা