আপডেট : ১৪ মার্চ, ২০২৩ ১৯:০৬
অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা...বাংলাদেশ!
ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা...বাংলাদেশ!

ইংলিশদের হোয়াইটওয়াশ করার আনন্দে উদ্বেল বাংলাদেশের ক্রিকেটাররা। ছবি: বিসিবি

বিশ্বচ্যাম্পিয়নদের ঘরের মাঠে ধবলধোলাই, সেটাও কিনা টি-টোয়েন্টি সিরিজে! অবিশ্বাস্য এই ঘটনাই আজ ঘটে গেছে মিরপুরে। নিজেদের ‘প্রিয়’ ফরম্যাট ওয়ানডের সিরিজ খোয়ানোর বদলা নিয়েছে বাংলাদেশ বিশ্বচ্যাম্পিয়নদের দর্পচূর্ণ করে। আট বছর পর ইংলিশদের দিয়েছে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে ধবলধোলাইয়ের স্বাদ।

এই সিরিজের আগে নিজেদের ইতিহাসে মাত্র দুইবার টি-টোয়েন্টিতে ধবলধোলাইয়ের শিকার হয় ইংল্যান্ড। ২০১৪ সালে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে তাদের কাছে সিরিজ হেরেছিল ৩-০ ব্যবধানে। এক বছরের ব্যবধানে ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ তে টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল তারা।

এবার একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হওয়ার অনুভূতি প্রায় বিস্মৃত হতে বসা ইংল্যান্ডকে আবারও সেই দুঃস্বপ্ন মনে করিয়ে দিয়েছে সাকিব আল হাসানের দল।

আর একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ এই নিয়ে চতুর্থবারের মতো প্রতিপক্ষকে ধবলধোলাই করেছে। এই ফরম্যাটে টাইগারদের আগের তিন শিকারের কেউই অবশ্য খুব একটা সমীহ জাগানিয়া ছিল না। ২০১২ সালে আয়ারল্যান্ড, ২০২০ সালে জিম্বাবুয়ে এবং সর্বশেষ ২০২২ সালে সংযুক্ত আরব আমিরাতকে হোয়াইটওয়াশ করে লাল-সবুজের প্রতিনিধিরা।