চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী ৭১৯ নম্বর আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হলে সিলেট রেলপথে প্রায় সাড়ে তিন ঘণ্টা ট্রেনটি আটকে ছিল স্টেশনে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে আখাউড়া-সিলেট রেলপথের বরমচাল রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেল স্টেশনের কর্মকর্তা ও ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার স্বাভাবিক সময়ের চেয়ে ৩০ মিনিট দেরিতে ছেড়ে আসে সিলেটগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস। ট্রেনটি বিকেল ৩টায় শমশেরনগর স্টেশন ছেড়ে বিকেল সাড়ে ৩টায় বরমচাল রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ট্রেনটি সন্ধ্যা ৭টারও পর পর্যন্ত বরমচাল স্টেশন এলাকায় আটকে ছিল। সিলেট থেকে একটি ইঞ্জিন আসার পর সন্ধ্যা ৭টা ৫ মিনিটে সিলেটের পথে ছেড়ে যায় ট্রেননি।
দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা ট্রেন আটকে থাকায় আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস থাকা হাজার খানেক যাত্রীকে দুর্ভোগে পড়তে হয়েছে। তাদের অভিযোগ, এই দীর্ঘ সময় ধরে ট্রেন আটকে থাকলেও রেলওয়ের কোনো কর্মচারী এ বিষয়ে যাত্রীদের সঠিক কোনো তথ্য দেননি।
শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার উত্তম দেব বলেন, পাহাড়িকা ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়ে গেলে সেটি বরমচাল রেলওয়ে স্টেশনে ট্রেন আটকা পড়েছিল। সিলেট থেকে ইঞ্জিন আসার পর সেটি ছাড়া সম্ভব হয়েছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা