আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২২ ১২:০৯
নবজাতকসহ সড়কে প্রাণ গেল তিনজনের

নবজাতকসহ সড়কে প্রাণ গেল তিনজনের

ছবি: দৈনিক বাংলা

রংপুরের তারাগঞ্জের সলেয়াশায় বাস ও  মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নবজাতকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। আজ রোববার ভোরে এই ঘটনা ঘটে

নিহতরা হলেন- অ্যাম্বুলেন্স ড্রাইভার বরাত (৩০) ও যাত্রী রফিকুল ইসলাম এবং সাত দিন বয়সের একটি নবজাতক। সবার বাড়ি নীলফামারী জেলায়।

আহতরা হলেন- দেলোয়ার হোসেন, আলিমা বেগম, মোসলেমা খাতুন, রশিদুল ইসলাম, মশিউর রহমান। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার দৈনিক বাংলাকে বলেন, ভাই ভাই পরিবহনের একটি বাস রংপুর থেকে সৈয়দপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ  লেগে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় একটি মামলা হবে বলেও জানান ওসি সুশান্ত কুমার সরকার।