আপডেট : ১৭ মার্চ, ২০২৩ ১৩:৪১
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ড্র আজ
ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ড্র আজ

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ড্র আজ। ছবি: উয়েফা

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের আট দল নিশ্চি হয়ে গেছে। ২০০৬ সালের পর প্রথমবার তিন ইতালিয়ান ক্লাব (মিলান, ইন্টার, নাপোলি) জায়গা করে নিয়েছে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের শেষ আটে। তাদের সঙ্গী হয়েছে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি, চেলসি; জার্মানির বায়ার্ন মিউনিখ, পর্তুগালের বেনফিকা এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেনের রেয়াল মাদ্রিদ।

এই ৮ দলকে নিয়ে আজ হবে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র। বাংলাদেশ সময় বিকেল ৫টায় সুইজারল্যান্ডের নিয়নে এই ড্র অনুষ্ঠিত হবে।

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ড্রয়ের মাধ্যমেই নির্ধারিত হবে দলগুলোর সেমিফাইনাল-ফাইনালের পথ। এই পর্যায় থেকে আর কোনো বাছাই-অবাছাই নেই। অর্থাৎ, এক দেশের ক্লাব সে দেশেরই অন্য ক্লাবের বিপক্ষে খেলতে পারবে। নির্দিষ্ট দুটি দল গ্রুপ পর্বে মুখোমুখি হলেও কোয়ার্টার ফাইনাল থেকে আবার মুখোমুখি হতে পারবে।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচগুলো ১১ ও ১২ এপ্রিল, দ্বিতীয় লেগ ১৮ ও ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।