গত রোববারের অস্কার আসরে চোখে পড়েনি হলিউড অভিনেতা টম ক্রুজকে। অথচ তার ছবি ছয়টি শাখায় মনোনীত হয়। কী কারণ এই ঝলমলে উৎসব এড়িয়ে যাওয়ার? ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল বলছে, সাবেক স্ত্রী নিকোল কিডম্যানকে এড়াতেই অস্কারের আয়োজনে নেই টম!
‘টপ গান: ম্যাভেরিক’ তারকা ও নিকোল কিডম্যানের বিচ্ছেদ হয় ২০০১ সালে। একটি সূত্র জানিয়েছে, টম ক্রুজ অস্কারে ছিলেন না। কারণ তাহলে নিকোল কিডম্যানের সঙ্গে দেখা হয়ে যাওয়ার ব্যাপার ঘটে যেতে পারত। এটা এড়িয়ে চলতে চান তিনি। যদিও ক্রুজের আরেকটি সূত্র বলছে, অস্কারে তার অনুপস্থিত থাকার বিষয়টি পারিবারিক নয়। এটা তার কাজের শিডিউলে মিলছিল না। তাই উপস্থিত থাকতে পারেননি। যদিও তারাও নিশ্চিত করে বলতে পারেননি যে, এর সঙ্গে কিডম্যানের কোনো ব্যাপার আছে কি না।
৬০ বছর বয়সী টম ক্রুজ ও তার সাবেক স্ত্রী নিকোল কিডম্যান বছরের পর বছর বিভিন্ন অনুষ্ঠান এড়িয়ে গেছেন, যাতে তাদের একসঙ্গে দেখা না হয়ে যায়। অস্কারসহ নানা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাদের একত্রে দেখা যায়নি।
নিকোল কিডম্যানকে তার স্বামী গায়ক কেইথ আরবানের সঙ্গে লাল গালিচায় হাঁটতে দেখা গেছে। টম ক্রুজ ও নিকোল কিডম্যান ১৯৯০ সালের ২৪ ডিসেম্বর বিয়ে করেন। তারা দুটি সন্তান দত্তক নিয়েছিলেন, ইসাবেলা ও কনর নামে। পরে ২০০১ সালের ফেব্রুয়ারিতে তাদের বিচ্ছেদ হয়। এরপরে টম ক্রুজ পরে কেটি হোমসকে বিয়ে করেন। তাদের ঘরে আসে সুরি নামের একটি মেয়ে। পরে ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়। আর নিকোল পরে বিয়ে করেন কেইথ আরবানকে। তার সঙ্গেই আছেন এখনো।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা