আপডেট : ১৭ মার্চ, ২০২৩ ১৬:৪৫
ঘুমন্ত বাবা-মায়ের কোল থেকে ৩ মাসের শিশু চু‌রি
প্রতিনিধি, বাগেরহাট

ঘুমন্ত বাবা-মায়ের কোল থেকে ৩ মাসের শিশু চু‌রি

চুরি হওয়া শিশু সাজিদ ফারাজী

বাগেরহাটের ফকিরহাটে ঘুমন্ত বাবা-মায়ের কোল থেকে তিন মাস বয়সী এক শিশু চুরির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ভোরে উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া-মাইট কুমড়া গ্রামে এ ঘটনা ঘটে।

চুরি হওয়া শিশুটির নাম সাজিদ ফারাজী। সে ওই গ্রামের আবু সাঈদ ফারাজী ও সুমি খাতুন দম্পত্তির ছেলে।

শিশুটির বাবা জানান, ভোর রাতে হঠাৎ ঝড়ো বাতাস ও বৃষ্টি হওয়ায় ঘুম ভেঙে যায়। এ সময় বাইরে থাকা লাকড়ি বৃষ্টি থেকে রক্ষায় ঘরে তুলতে তিনি এবং তার স্ত্রী বাইরে যান। পরে ঘরে ফিরে এসে দরজা বন্ধ না করে শুয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন, শিশুটি পাশে নেই। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করে আর তার সন্ধান মেলেনি।

শুক্রবার বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) শিশুটির সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান।

ওসি ব‌লেন, ওই দম্পতি কাউকে সন্দেহ করছেন না। প্রতিবেশী কারো সঙ্গে বিরোধও নেই বলে জানিয়েছেন তারা। তবে সকাল থেকে পুলিশের একাধিক টিম শিশুটি উদ্ধারে মাঠে নেমেছে। এ ঘটনায় আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।