আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২২ ২২:৪৮
ধর্ষণ করে ভিডিও ধারণ: বরিশালের আসামি গ্রেপ্তার নরসিংদীতে

ধর্ষণ করে ভিডিও ধারণ: বরিশালের আসামি গ্রেপ্তার নরসিংদীতে

গ্রেপ্তার মো. আনাচ মিয়া

বিয়ের কথা বলে এক তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে তাকে ধর্ষণ ও ধর্ষণের ঘটনার ভিডিও ধারণের অভিযোগে বরিশালের এক মামলার আসামিকে তার গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তার মো. আনাচ মিয়া (৪০) রায়পুরা উপজেলার মেঘনাবাজ ঝাউকান্দি গ্রামের মনতাজ মিয়ার ছেলে। তিনি একজন অভ্যাসগত যৌন অপরাধী বলে র‌্যাব জানিয়েছে।

গতকাল রোববার দুপুরে র‌্যাব-১১-এর নরসিংদী ক্যাম্প অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন দৈনিক বাংলাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, র‌্যাব জানতে পারে, বরিশালে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি আনাচ মিয়ার গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরায়। খবর পেয়ে রায়পুরা থানার ঝাউকান্দির মেঘনাবাজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, গ্রেপ্তার আনাচ একজন অভ্যাসগত যৌন অপরাধী। বিয়ে বিচ্ছেদ হওয়া এক নারীর সঙ্গে তিনি ফেসবুকে চার বছর আগে সম্পর্ক গড়ে তোলেন। বিয়ের আশ্বাস দিয়ে বরিশালে ওই নারীর বাড়িতে গিয়ে তাকে ধর্ষণ করেন এবং আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে রাখেন। ওই ছবি ও ভিডিও দিয়ে তিনি ওই নারীকে ব্ল্যাকমেইল করছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন বলেন, ‘ওই নারী বরিশালের কাউনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পরে বরিশাল কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অনুরোধে আসামি আনাচের অবস্থান নিশ্চিত হয়ে আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছি। তার কাছ থেকে আলামতও উদ্ধার করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে বুঝে নিয়ে বরিশাল চলে যান।’